উত্তর৷ ভূমিকা : বাংলাদেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি পেলেও শিল্প খাতে প্রবৃদ্ধির হার সন্তোষজনক নয়। যে কারণে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যসহ ঔষধপত্র, শিল্পকারখানার প্রয়োজনীয় যন্ত্রপাতি, জ্বালানি তেল ইত্যাদি আমদানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। যা রপ্তানির তুলনায় অনেক বেশি। যে কারণে বাংলাদেশের লেনদেন ভারসাম্য সবসময় প্রতিকূলে থাকে।
যে কোন দেশের অর্থনীতিতে প্রতিকূল ভারসাম্য বিরাজমান থাকলে সুষম অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না। তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে রপ্তানি বাণিজ্যের পরিধি বৃদ্ধি তথা রপ্তানির পরিমাণ বৃদ্ধির বিকল্প নেই। তাছাড়া বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশের বৈদেশিক সাহায্য নির্ভরতা পরিহার, বিভিন্ন সেক্টরে উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, অধিক কর্মসংস্থান ইত্যাদির জন্য রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ও উন্নয়নের গুরুত্ব অপরিসীম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর মৌলিক উদ্দেশ্যসমূহ : এক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্নের উদ্দেশ্যগুলোকে সামনে রেখে দেশকে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
১. পরিকল্পনা প্রণয়ন (Planning) : রপ্তানি উন্নয়ন ব্যুরোর অন্যতম উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন এবং এদের সফল বাস্ত বায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
২. সম্ভাব্যতা যাচাই (Possibility study) : দেশে উৎপাদিত কোন কোন পণ্য বিদেশের বাজারে রপ্তানি করা লাভজনক এবং বাজার আয়তন, মুনাফার পরিমাণ ইত্যাদি যাচাই করা রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর একটি উদ্দেশ্য।
২. সুপারিশ করা (Recommendation) : রপ্তানি উন্নয়নের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকারের নিকট সুপারিশ পেশ করা এবং সুপারিশ অনুযায়ী রপ্তানি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৪. বাজার অনুসন্ধান (Market searching) : উৎপাদিত পণ্যের বাজার অনুসন্ধান করা রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দেশের নতুন উৎপাদকদের আন্ত র্জাতিক বাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা থাকে না। নতুন এবং পুরাতন রপ্তানিকারীদের রপ্তানি বাজার সম্পর্কে ধারণা দেয়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্দেশ্য।
৫. উদ্যোক্তা সৃষ্টি (Create entrepreneour) : রপ্তানি উন্নয়ন ব্যুরো নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। রপ্তানি বাণিজ্যে আগ্রহী ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ দান, ভ্রমণের ব্যবস্থা করা এবং গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে থাকে ।
৬. প্রদর্শনী (Exhibition) : রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশের অভ্যন্তরে ও বিদেশে রপ্তানিযোগ্য পণ্যের সমন্বয়ে রপ্তানি পণ্য প্রদর্শনীর আয়োজন করে। এতে বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়।
৭. প্রচার (Publicity) : বিদেশের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিভিন্ন উপায়ে | প্রচারের ব্যবস্থা করে থাকে।
৮. প্রশিক্ষণ (Training) : রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে দক্ষ মানব সম্পদ আবশ্যক। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে।
উপসংহার : উপরে বর্ণিত উদ্দেশ্যগুলো ছাড়াও জাতীয় রপ্তানি নীতি বাস্তবায়ন, বার্ষিক রপ্তানি লক্ষ্যমাত্রা মনিটরিং এবং মূল্যায়ন ইত্যাদি রপ্তানি উন্নয়ন ব্যুরোর অন্যতম উদ্দেশ্য।