গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি. পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ;
পরীক্ষা-২০১৪ (অনুষ্ঠিত-২৯/১১/২০১৫)
(গার্হস্থ্য অর্থনীতি-প্রথম পত্র)
বিষয় : গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন
বিষয় কোড : 113501
সময় : ৪ ঘণ্টা
পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ।]
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও । ১ × ১০ = ১০
(ক) গৃহব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর : গৃহ ব্যবস্থাপনা অর্থ হলো পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেয়া।
(খ) মূল্যায়ন কী?
উত্তর : পরিকল্পনা পদ্ধতির সর্বশেষ স্তরের নাম মূল্যায়ন।
(গ) একক সিদ্ধান্ত বলতে কি বোঝ?
উত্তর : কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে একক সিদ্ধান্ত বলে।
(ঘ) বাজেট কি?
উত্তর : নির্দিষ্ট সময়ব্যাপী সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবে বাজেট। এটি মূলত অর্থসংস্থান পরিকল্পনা ও তা ব্যয়ের বার্ষিক হিসাবপত্র।
(ঙ) গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তুতিকারী ধারণাগুলোর কি কি?
উত্তর : পারিবারিক আয়ের প্রকারভেদ কর।
(চ) পারিবারিক আয়ের প্রকারভেদ কর।
উত্তর : তিন প্রকার। যথা- আর্থিক আয়, প্রকৃত আয়, মনস্তাত্ত্বিক আয় বা মানসিক আয়।
(ছ) ক্লান্তি কি?
উত্তর : কোনো নির্দিষ্ট কাজের সময়কাল নিরূপণ করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। শারীরিক সুস্থতা বজায় রাখা। লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করার জন্য দেহের উপর যে অযৌক্তিক চাপ আসে তাকে ক্লান্তি বলে।
(জ) গৃহ নকশা কাকে বলে?
উত্তর : গৃহ নির্মাণের পূর্বে গৃহের যাবতীয় প্রয়োজন অনুযায়ী কাগজে যে চিত্র অংকন করা হয় তাকে গৃহ নকশা বলে।
(ঝ) কয়েকটি সহজলভ্য গৃহনির্মাণ সামগ্রীর নাম লিখ।
উত্তর : বাঁশ, কাঠ, গোলপাতা খড় ইত্যাদি।
(ঞ) পরিবেশ দূষণ কি?
উত্তর : মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। কোনো কারণে যখন পরিবেশ তার স্বাভাবিকতা হারায় বা পরিবেশে বিভিন্ন উপাদানের ক্ষতিকর মাত্রা বিদ্দমান হয় সেই পরিবেশ জীব জগতের জন্য ক্ষতিকর ও অসহনীয় হয়ে উঠে তখন এ অবস্থাকে পরিবেশ দূষণ বলে।
(ট) লক্ষ্যের শ্রেণিবিভাগ কর।
উত্তর : তিন শ্রেণির। যথা-
১. দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য,
২. মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য,
৩. তাৎক্ষনিক লক্ষ্য
১. দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য,
২. মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য,
৩. তাৎক্ষনিক লক্ষ্য
(ঠ) সঞ্চয়ের উদ্দেশ্য কি কি?
উত্তর : সঞ্চয়ের উদ্দেশ্য হলো-
১. বিনিয়োগের উদ্দেশ্য,
২. ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্য ও
৩. নিরাপত্তার উদ্দেশ্য।
১. বিনিয়োগের উদ্দেশ্য,
২. ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্য ও
৩. নিরাপত্তার উদ্দেশ্য।
খ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ] (৪+৪) × ৫ = ৪০
২। পারিবারিক জীবনে গৃহব্যবস্থাপনার গুরুত্ব লিখ।
৩। গৃহব্যবস্থাপনার বিষয় লিখ।
৪। শক্তি ব্যবহারের নীতি আলোচনা কর।
৫। সূত্র সঞ্চয় বৃদ্ধির উপায়গুলো উল্লেখ কর।
৬। পরিবেশ দূষণের কারণ লিখ।
৭। সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো লিখ।
৮। সম্পদের বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর।
৯। বাসগৃহ নির্মাণের জন্য স্থান নির্বাচনে কি কি বিষয় বিবেচ্য?
গ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ১০ x ৫ = ৫০
১০। গৃহব্যবস্থাপনার পদ্ধতিগুলোর বিবরণ দাও।
১১। কাজ সহজকরণের মাধ্যমে শক্তি সঞ্চয়ের উপায়সমূহ লিখ।
১২। বাসগৃহের আরাম ও সৌন্দর্য বৃদ্ধির জন্য আলো ও রং এর বিষয় সম্পর্কে লিখ।
১৩। বাংলাদেশে গৃহ নির্মাণে স্বল্পমূল্যের ও সহজলভ্য সামগ্রীর বিবরণ দাও।
১৪। স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণে পরিবারের সদস্যদের ভূমিকা আলোচনা কর।
১৫। পারিবারিক বাজেট কাকে বলে? পরিবারের আয় ব্যয়ের কাঠামো বর্ণনা কর।
১৬। গৃহ নকশার গুরুত্ব লিখ। একটি গৃহ নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
১৭। আসবাব নির্বাচন ও আসবাব বিন্যাসের মধ্যে পার্থক্য কি? আসবাব ক্রয়কালীন বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।