পরীক্ষা- ২০১৬ [অনুষ্ঠিত হয়েছে- ২০১৭]
হিসাববিজ্ঞান বিভাগ
জ. টিমিং এন্ড ল্যাপিং কী?
উত্তর : টিমিং এন্ড ল্যাপিং হলো নগদ অর্থ আত্মসাতের একটি বিশেষ কৌশল মাত্র।
ঝ. ভাউচিং কি?
উত্তর : নিরীক্ষক তার সংক্ষেপে হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলোর সমর্থনে প্রাপ্ত প্রমাণ্য দলিলসমূহের যে পরীক্ষা করেন তাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং বলে।
ঞ. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?
উত্তর : অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কোন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সার্বিক পরিকল্পনাকে বুঝায় যা আর্থিক ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনায় বা নিয়ন্ত্রণে সহায়তা করে।
ট. নিরীক্ষা প্রামাণ্যি বলতে কী বোঝায়?
উত্তর : নিরীক্ষককে আর্থিক বিবরণীর সত্যতা ও যথার্থতা সম্বন্ধে মতামত গঠনে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করার উদ্দেশ্যে যে পর্যায়ক্রমিক পন্থা অবলম্বন করতে হয়, তাকে নিরীক্ষা কার্যপ্রণালী বলে।
ঠ. নিরীক্ষা প্রতিবেদন কত প্রকার?
উত্তর : নিরীক্ষা প্রতিবেদন পাঁচ প্রকার। যথা- i. স্বাধীন নিরীক্ষা প্রতিবেদন, ii. শর্তসাপেক্ষ প্রতিবেদন, iii. অক্ষমতাপূর্ণ প্রতিবেদন, iv. নঞর্থক প্রতিবেদন, v. আর্থিক প্রতিবেদন।
খ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৫ × ৪ = ২০
২. নিরীক্ষার মূল উপাদান বর্ণনা কর।
৩. নিরীক্ষা ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. পেশাগত নৈতিকতা কী?
৫. নিরীক্ষক কেন শর্ত সাপেক্ষে প্রতিবেদন তৈরি করেন?
৬. ভুল ও জালিয়াতির মধ্যে পার্থক্য দেখাও।
৭. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কি কি?
৮. নিরীক্ষা পরিকল্পনার সুবিধাগুলো কি কি?
গ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৫ × ১০ = ৫০
১০. ক. নিরীক্ষার প্রকৃতি বর্ণনা কর ।
খ. নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য বর্ণনা কর ।
১১. ক. নিরীক্ষার আদর্শ রীতি সম্পর্কে লিখ ।
খ. উপাদান ব্যয় নিরীক্ষার বৈশিষ্ট্য লিখ ।
১২. ক. নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব বর্ণনা কর ।
খ. নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু বর্ণনা কর ।
১৩. ক. কোম্পানি আইন অনুসারে নিরীক্ষকের অযোগ্যতা কী কী?
খ. কোম্পানি নিরীক্ষকের নিয়োগ কীভাবে করা হয়?
১৪. ক. হিসাবে কারচুপিঁর উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
খ. অভ্যন্তরীণ ও হিসাবে কারচুপির মধ্যে পার্থক্য দেখাও ।
১৫. ক. অভ্যন্তরীণ নিরীক্ষার সুবিধা বর্ণনা কর ।
খ. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় নিরীক্ষকের কর্তব্য কী?
১৬. ক. অভ্যন্তরীণ নিরীক্ষকের স্বাধীন পদমর্যাদা সম্পর্কে লিখ ।
খ. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য দেখাও ।
১৭. ক. আর্থিক বিবরণীতে সম্ভাব্য দায়ের প্রভাব কিরূপ?
খ. নিরীক্ষা প্রতিবেদন ইস্যুকরণ কী?
পরীক্ষা-২০১৭ [অনুষ্ঠিত-২০১৮]
হিসাববিজ্ঞান বিভাগ
(২০১০-২০১৪ সালের সিলেবাস অনুযায়ী)
(নিরীক্ষা ও নিশ্চয়তা)
বিষয় কোড : ২৫২৫০১
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : প্রতি বিভাগ থেকে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ।]
ক-বিভাগ
১. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও : ১০×১=১০
ক. বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কি বোঝায়?
উত্তর : আইন দ্বারা প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে পেশাজীবী নিরীক্ষক দ্বারা নিরীক্ষা বাধ্যতামূলক করা হলে তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।
খ. সামাজিক নিরীক্ষা কাকে বলে?
উত্তর : কোন প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু দায়িত্ব পালন করেছে বা সমাজের পরিবেশের ক্ষতিকরক কোন কাজের সাথে প্রতিষ্ঠান জড়িত কি না তার পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলে।
গ. শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন কী?
উত্তর : যেসব ক্ষেত্রে নিরীক্ষক শর্তহীনভাবে কোন প্রকার বিরূপ মন্তব্য না করে সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে, প্রতিবেদনে তার মতামত ব্যক্ত করেন তাকে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন বলে।
ঘ. BFRS-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : BFRS-Bangladesh Financial Reporting standards.
ঙ. পেশাগত নৈতিকতা কী?
উত্তর : পেশাগত আচরণবিধি মেনে না চলা এবং পেশার মর্যাদা ক্ষুন্ন করে এমন কার্যকলাপ থেকে বিরত থেকে পেশা চালিয়ে নেয়াকে পেশাগত নৈতিকতা বলে।
খ-বিভাগ
বিষয় কোড : ২৫২৫০১
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : প্রতি বিভাগ থেকে ধারাবাহিকভাবে উত্তর লিখতে হবে ।]
ক-বিভাগ
১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১০ × ১ = ১০
ক. সত্যায়ন সেবা বলতে কী বুঝ?
খ. AICPA-এর পূর্ণরূপ কী?
উত্তর : AICPA-American Institute of Certified Public Accountants.
গ. নিরীক্ষকের দেওয়ানি দায় কী?
উত্তর : দেওয়ানি আদালতে বিচারের ফলে নিরীক্ষকের যে-দায় সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের দেওয়ানি দায় বলে ।
ঘ. ভুল বলতে কী বুঝ?
উত্তর : ভুল বলতে আর্থিক বিবরণীতে অনিচ্ছাকৃত ত্রুটিকে বুঝায়।
ঙ. নিরীক্ষা কার্যসূচি কী?
উত্তর : নিরীক্ষার কার্য সম্পাদনের পরিকল্পনাকে হলো নিরীক্ষা কার্যসূচি ।
চ. পর্যবেক্ষণ বলতে কী বুঝ?
উত্তর : তৃতীয় কোনো পক্ষ কর্তৃক সম্পাদিত বিশেষ কোনো কার্য সম্পাদনের প্রক্রিয়া বা পদ্ধতি লক্ষ্য করা যায় বা দেখাই হলো পর্যবেক্ষণ ।
ছ. নমুনা পরীক্ষা কী?
উত্তর : বহুসংখ্যক এবং একই ধরনের লেনদেনের মধ্যে হতে কতোগুলো প্রতিনিধিমূলক লেনদেন বাছাই করে ঐগুলো পরীক্ষা করার কাজকে নমুনা পরীক্ষা বলে।
খ-বিভাগ
জ. টিমিং এন্ড ল্যাপিং কী?
উত্তর : টিমিং এন্ড ল্যাপিং হলো নগদ অর্থ আত্মসাতের একটি বিশেষ কৌশল মাত্র।
ঝ. ভাউচিং কি?
উত্তর : নিরীক্ষক তার সংক্ষেপে হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলোর সমর্থনে প্রাপ্ত প্রমাণ্য দলিলসমূহের যে পরীক্ষা করেন তাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং বলে।
ঞ. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?
উত্তর : অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কোন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সার্বিক পরিকল্পনাকে বুঝায় যা আর্থিক ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনায় বা নিয়ন্ত্রণে সহায়তা করে।
ট. নিরীক্ষা প্রামাণ্যি বলতে কী বোঝায়?
উত্তর : নিরীক্ষককে আর্থিক বিবরণীর সত্যতা ও যথার্থতা সম্বন্ধে মতামত গঠনে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করার উদ্দেশ্যে যে পর্যায়ক্রমিক পন্থা অবলম্বন করতে হয়, তাকে নিরীক্ষা কার্যপ্রণালী বলে।
ঠ. নিরীক্ষা প্রতিবেদন কত প্রকার?
উত্তর : নিরীক্ষা প্রতিবেদন পাঁচ প্রকার। যথা- i. স্বাধীন নিরীক্ষা প্রতিবেদন, ii. শর্তসাপেক্ষ প্রতিবেদন, iii. অক্ষমতাপূর্ণ প্রতিবেদন, iv. নঞর্থক প্রতিবেদন, v. আর্থিক প্রতিবেদন।
খ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৫ × ৪ = ২০
২. নিরীক্ষার মূল উপাদান বর্ণনা কর।
৩. নিরীক্ষা ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. পেশাগত নৈতিকতা কী?
৫. নিরীক্ষক কেন শর্ত সাপেক্ষে প্রতিবেদন তৈরি করেন?
৬. ভুল ও জালিয়াতির মধ্যে পার্থক্য দেখাও।
৭. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কি কি?
৮. নিরীক্ষা পরিকল্পনার সুবিধাগুলো কি কি?
গ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৫ × ১০ = ৫০
১০. ক. নিরীক্ষার প্রকৃতি বর্ণনা কর ।
খ. নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য বর্ণনা কর ।
১১. ক. নিরীক্ষার আদর্শ রীতি সম্পর্কে লিখ ।
খ. উপাদান ব্যয় নিরীক্ষার বৈশিষ্ট্য লিখ ।
১২. ক. নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব বর্ণনা কর ।
খ. নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু বর্ণনা কর ।
১৩. ক. কোম্পানি আইন অনুসারে নিরীক্ষকের অযোগ্যতা কী কী?
খ. কোম্পানি নিরীক্ষকের নিয়োগ কীভাবে করা হয়?
চ. অভ্যন্তরীণ নিরীক্ষণ ব্যবস্থা কী?
উত্তর : যে প্রক্রিয়ায় কোন কাজকে বিভিন্ন কর্মচারীর মধ্যে যোগ্যতা অনুযায়ী বন্টন করা হয় একাধিক ব্যক্তির দ্বারা একটি কাজ সম্পাদিত হয় এবং ঐকাজ একাধিক ব্যক্তির দ্বারা পরীক্ষিত হয়ে যায়, তবে কাজের স্বচ্ছতা বুঝা যায়।
ছ. পুনর্নিরীক্ষা কাকে বলে?
উত্তর : কোন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ নিরীক্ষক বা বিধিবদ্ধ নিরীক্ষক কর্তৃক নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিরীক্ষা প্রতিবেদনে যে সকল ক্ষেত্রে নিরীক্ষা আপত্তি প্রদান করে এবং ঐ আপত্তির ক্ষেত্রে যদি তৃতীয় কোন নিরীক্ষক দ্বারা পুনরায় নিরীক্ষা করানো হয় তবে তাকে পুনর্নিরীক্ষা বলা হয়।
জ. সম্ভাব্য দায় কাকে বলে?
উত্তর : সম্ভাব্য দায় বলতে এমন দায়কে বুঝায় যে দায় ভবিষ্যতে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটাতে পারে আবার নাও ঘটতে পারে।
ঝ. GAAS-এর পূর্ণরূপ কী?
উত্তর : GAAS-Generally Accepted Auditing Standards.
ঞ. গ্যারান্টি-সংজ্ঞা কী?
উত্তর : উত্তরদাতার গ্যারান্টি-সংজ্ঞা বলতে এমন এক চাতুর্য বা কৌশলকে বোঝায় যার সাহায্যে কারবারের প্রকৃত অবস্থাকে প্রকাশ না করে ভিন্ন এক অবস্থা প্রকাশ করা হয়।
ট. পরিমাপক ভুল কী?
উত্তর : হিসাবের ডেবিট দিকের এক বা একাধিক ভুলের পরিমাণ যদি ক্রেডিট দিকের এক বা একাধিক ভুলের পরিমাণের সমান হয় তবে পরিমাপক ভুল বলে।
ঠ. গুপ্ত সঞ্চিতি কাকে বলে?
উত্তর : যে ধরনের সঞ্চিতি সৃষ্টি এবং প্রভাব উভয়রূপে প্রদর্শন করা হয় না তাকে গুপ্ত সঞ্চিতি বলে।
খ-বিভাগ
[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৪×৫ = ২০
২. “নিরীক্ষা আর্থিক নিয়ন্ত্রণের অঙ্গ”—ব্যাখ্যা কর।
৩. নিয়মানুগ পরীক্ষা ও নমুনা-পরীক্ষার মধ্যে পার্থক্য লিখ।
৪. “নিরীক্ষক বীমাকারী নন”—ব্যাখ্যা কর।
৫. ধারাবাহিক নিরীক্ষা ও পর্যান্ত নিরীক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৬. পেশাগত অসদাচরণের জন্য নিরীক্ষকের দায় আলোচনা কর।
৭. হিসাবের কারচুপিঁর ব্যাপারে নিরীক্ষকের কর্তব্য কী কী?
৮. অভ্যন্তরীণ নিরীক্ষার সুবিধাগুলো আলোচনা কর।
৯. নগদ প্রাপ্তি ও করের ক্ষেত্রে কিভাবে লেনদেনের সত্যতা যাচাই করা যায়?
পরীক্ষা-২০১৭ [অনুষ্ঠিত-২০১৮]
হিসাববিজ্ঞান বিভাগ
(২০১০-২০১৪ সালের সিলেবাস অনুযায়ী)
(নিরীক্ষা ও নিশ্চয়তা)
বিষয় কোড : ২৫২৫০১
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : প্রতি বিভাগ থেকে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ।]
ক-বিভাগ
১. যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও : ১০×১=১০
ক. বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কি বোঝায়?
উত্তর : আইন দ্বারা প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে পেশাজীবী নিরীক্ষক দ্বারা নিরীক্ষা বাধ্যতামূলক করা হলে তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।
খ. সামাজিক নিরীক্ষা কাকে বলে?
উত্তর : কোন প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু দায়িত্ব পালন করেছে বা সমাজের পরিবেশের ক্ষতিকরক কোন কাজের সাথে প্রতিষ্ঠান জড়িত কি না তার পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলে।
গ. শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন কী?
উত্তর : যেসব ক্ষেত্রে নিরীক্ষক শর্তহীনভাবে কোন প্রকার বিরূপ মন্তব্য না করে সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে, প্রতিবেদনে তার মতামত ব্যক্ত করেন তাকে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন বলে।
ঘ. BFRS-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : BFRS-Bangladesh Financial Reporting standards.
ঙ. পেশাগত নৈতিকতা কী?
উত্তর : পেশাগত আচরণবিধি মেনে না চলা এবং পেশার মর্যাদা ক্ষুন্ন করে এমন কার্যকলাপ থেকে বিরত থেকে পেশা চালিয়ে নেয়াকে পেশাগত নৈতিকতা বলে।
খ-বিভাগ