dddddd

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক); বিষয় কোড : ১১১৫০১
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি (পাস) প্রথম বর্ষ;
পরীক্ষা-২০১৪ (অনুষ্ঠিত-১৯/১১/২০১৫)]
(ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 111501
বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক)
সময় : ৪ ঘণ্টা; পূর্ণমান : ৮০
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর : ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়।
(খ) বাংলা ভাষার আদি নিদর্শননের নাম কি?
উত্তর : চর্যাপদ।
(গ) ‘দ্বি-জাতি’ তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ্।
(ঘ) ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ।
(ঙ) ভাষা আন্দোলনের দু’জন শহীদের নাম লিখ।
উত্তর : রফিক ও শফিক।
(চ) পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?
উত্তর : ইস্কান্দার মির্জা।
(ছ) কোন ‘কর্মসূচি বাঙালি’র ম্যাগনাকাটা’ নামে পরিচিত?
উত্তর : ছয়-দফা ‘কর্মসূচি বাঙালি’র ম্যাগনাকাটা’ নামে পরিচিত।
(জ) ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর : অপারেশন সার্চলাইট।
(ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্ৰী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দিন আহমেদ।
(ঞ) বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?
উত্তর : ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
(ট) বাকশাল এর পূর্ণরূপ কী?
উত্তর : বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ।
(ঠ) বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট।
খ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ × ৫ = ২০
২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লিখ।
৩। বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?
৪। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর।
৫। সামরিক শাসন কী? সামরিক শাসনের তিনটি বৈশিষ্ট্য লিখ।
৬। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর।
৭। অপারেশন সার্চলাইট বলতে কি বুঝ?
৮। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ |
৯। সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন কর ।
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ x ৫ = ৫০
১০। বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর।
১১। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও এর ফলাফল ব্যাখ্যা কর।
১২। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনাপ্রবাহের বিবরণ দাও।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক); বিষয় কোড : ১১১৫০১
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি (পাস) প্রথম বর্ষ;
পরীক্ষা-২০১৫ (অনুষ্ঠিত-১০/০৮/২০১৬)]
(ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 111501
বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক)
সময় : ৪ ঘণ্টা; পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে]
ক-বিভাগ
১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তর : তাজিন ডং বা বিজয় নামে পরিচিত, এটি বান্দরবান জেলায় অবস্থিত।
(খ) কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।
(গ) বঙ্গভঙ্গ কখন হয়?
উত্তর : বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
(ঘ) অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রবক্তা কে ছিলেন?
উত্তর : অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রবক্তা ছিলেন বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
(ঙ) ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন?
উত্তর : ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন শেরে বাংলা এ. কে ফজলুল হক।
(চ) কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?
উত্তর : ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা।
(ছ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন-মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ।
(জ) মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারী করেন?
উত্তর : সামরিক শাসক আইয়ুব খান।
(ঝ) ঐতিহাসিক ছয়দফা কবে, কোথায় ঘোষিত হয়?
উত্তর : ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তা লাহোরে ঘোষিত হয় ।
(ঞ) শেখ মুজিবুর রহমানকে কবে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯; রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ।
(ট) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর : ১১টি সেক্টরে বিভক্ত ছিল ।
(ঠ) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?
উত্তর : মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ ।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ × ৫ = ২০
২। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
৩। বাঙালি ‘সংকর’ জাতি -ব্যাখ্যা কর।
৪। দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
৫। ভাষা আন্দোলনের গুরুত্ব লিখ ।
৬। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি?
৭। ছয়দফা কর্মসূচিকে বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কেন?
৮। আগরতলা মামলার কারণ কি ছিল?
৯। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লিখ।
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ x ৫ = ৫০
১০। পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য পর্যালোচনা কর।
১১। ১৯৬৬ সালের ছয়-দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লিখ।
১২। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা কর।
১৩। মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা কর ।
১৪। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top